সাতকানিয়ায় স্বেচ্ছাচারিতা, নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে একটি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে চলমান বার্ষিক পরীক্ষা বর্জন করে মাদ্রাসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন ওই মাদ্রাসার শিক্ষার্থীরা। এসময় অনেক অভিভাবকও উপস্থিত ছিলেন।
আজ (মঙ্গলবার) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়াপাড়াস্থ বায়তুশ শরফ আকতারিয়া আদর্শ ফাজিল (স্নাতক) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন এর বিরুদ্ধে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সর্বস্তরের লোকদের সাথে প্রায় ৪ ঘণ্টা বৈঠক করে পরিস্থিতি শান্ত করে। এর আগে মাদ্রাসার শিক্ষকরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করে পূর্ণাঙ্গ অধ্যক্ষ ও উপাধক্ষ্য নিয়োগের জন্য বর্তমান মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অভিযোগ দিলেও কোন সূরাহা হয়নি।
শিক্ষকদের বিভিন্নস্থানে দায়েরকৃত অভিযোগ ও মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, ২০১৫ সালের নভেম্বর মাসে তৎকালীন অধ্যক্ষ কাজী মাওলানা মোস্তাফিজুর রহমান নোমানি অবসরে যান। একই মাসে (নভেম্বর) তিন জন শিক্ষককে ডিঙিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের ছেলে অত্র মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক (বর্তমানে তিনি সহকারী অধ্যাপকের পদ মর্যাদায় রয়েছেন) কাজী মাওলানা কফিল উদ্দিন কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন তৎকালীন মাদ্রাসা গভর্নিং বডি।
যা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী অবৈধ বলে অভিযোগে উল্লেখ করা হয়। সে সময় সভাপতি ছিলেন বর্তমান বায়তুশ শরফ কমপ্লেক্স চট্টগ্রামের পীর ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের ভগ্নিপতি আব্দুল হাই নদভী।
অভিযোগ থেকে আরও জানা যায়, দীর্ঘ প্রায় ৯ বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে মাওলানা কফিল উদ্দিন স্বেচ্ছাচারিতা, ছাত্রীদের সাথে নারী কেলেঙ্কারি ও নৈতিক স্খলন, আর্থিক অনিয়ম, দুর্নীতি, শিক্ষক ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহারের মধ্য দিয়ে মাদ্রাসায় অসন্তোষের জন্ম দিয়েছেন। যা মাদ্রাসার শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এরই জের আজ শিক্ষার্থীরা অভিভাবকদের উপস্থিতিতে মাদ্রাসার প্রধান ফটকে তালা লাগিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকদের নিজ নিজ কক্ষে অবরুদ্ধ করে সকাল থেকে বিকাল পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশের বেশ কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়ে সর্বস্তরের লোকদের সাথে কথা বলে ও বিক্ষোভকারীদের নিবৃত্ত করে চলে যায়।
বিক্ষোভকারী আলিম প্রথম বর্ষের ছাত্র তৌহিদুল ইসলাম সাইমন বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ একজন নারীলোভী। তিনি মাদ্রাসার এক ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে ওই ছাত্রীকে বিয়ে করেন। তিনি অযোগ্য হওয়া সত্ত্বেও বিশেষ ক্ষমতাবলে অধ্যক্ষের চেয়ার দখল করে আছেন। আমরা তার অপসারণ চাই।
নবম শ্রেণির ছাত্র ইয়াছিন আরাফাত বলেন, আমাদের অধ্যক্ষ ক্লাসে ঠিক মতো পড়ান না। তিনি শুধু মেয়েদের সাথে গল্প করেন। তার মন চাইলে ক্লাসে আসেন আর মন চাইলে না পড়িয়ে চলে যান।
আরেক ছাত্রী তাসফিয়া সোলতানা বলেন, আমাদের মাদ্রাসার অধ্যক্ষ ক্লাসে আসলে শুধুমাত্র ছাত্রীদের সাথে গল্প করেন। তিনি ছাত্রীদের দিকে খারাপ দৃষ্টিতে তাকান। আমরা তাকে এই মাদ্রাসায় আর অধ্যক্ষ হিসেবে চাই না। তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অনেক বছর দায়িত্ব পালন করেছেন। এবার আমরা পূর্ণাঙ্গ একজন অধ্যক্ষ চাই।
অত্র মাদ্রাসার অভিভাবক রিদুয়ানুল হক রুবেল বলেন, আমরা চাই ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হোক । মাদ্রাসায় যাতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয় সে জন্য সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এ আশা করি।
মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক বশির আহমদ বলেন, সরকারি বিধি মোতাবেক জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবিদার আমি। অথচ তিনি (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) বর্তমান সভাপতিকে ম্যানেজ করে বিধি লঙ্ঘন করে জোর পূর্বক অধ্যক্ষের চেয়ারে বসে আছেন। যা ছাত্র, শিক্ষক ও অভিভাবক কেউ মানতে নারাজ।
নারী কেলেঙ্কারিসহ তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল, সে ভিত্তিতে আমি দায়িত্ব পালন করে আসছি। আর আমার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করবেন বলে এডিসি স্যার এসি ল্যান্ডকে জানিয়েছেন।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন , শিক্ষার্থী-অভিভাবক এবং শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে আলাদা আলাদা ভাবে প্রায় চার ঘণ্টা বৈঠক করেছি। বৈঠকে আগামীকাল (বুধবার) শিক্ষার্থীরা তাদের বার্ষিকী অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। আর ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর তদন্ত করে বিহীত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদ্রাসা গভর্নিং বডির বর্তমান সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.শরীফ উদ্দিন বলেন, আজকের ঘটনার প্রেক্ষিতে ইউএনওকে মৌখিকভাবে বলেছি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। আর ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আনীত লিখিত অভিযোগগুলোর তদন্ত করার জন্য ইউএনওকে বলা হয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন , ঘটনার খবর শুনে সাথে সাথে এসি ল্যান্ডকে পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।