শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ভারপ্রাপ্ত মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ,মূল ফটকে তালা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

 সাতকানিয়ায় স্বেচ্ছাচারিতা,  নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে একটি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে চলমান বার্ষিক পরীক্ষা বর্জন করে মাদ্রাসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও  শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন ওই মাদ্রাসার শিক্ষার্থীরা। এসময় অনেক অভিভাবকও উপস্থিত ছিলেন।

আজ (মঙ্গলবার) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়াপাড়াস্থ বায়তুশ শরফ আকতারিয়া আদর্শ ফাজিল (স্নাতক) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন এর বিরুদ্ধে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সর্বস্তরের লোকদের সাথে প্রায় ৪ ঘণ্টা বৈঠক করে পরিস্থিতি শান্ত করে। এর আগে মাদ্রাসার শিক্ষকরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করে পূর্ণাঙ্গ অধ্যক্ষ ও উপাধক্ষ্য নিয়োগের জন্য বর্তমান মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)  অভিযোগ দিলেও কোন সূরাহা হয়নি।

শিক্ষকদের বিভিন্নস্থানে দায়েরকৃত অভিযোগ ও মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, ২০১৫ সালের নভেম্বর মাসে তৎকালীন অধ্যক্ষ কাজী মাওলানা মোস্তাফিজুর রহমান নোমানি অবসরে যান। একই মাসে (নভেম্বর) তিন জন শিক্ষককে ডিঙিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের ছেলে অত্র মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক (বর্তমানে তিনি সহকারী অধ্যাপকের পদ মর্যাদায় রয়েছেন) কাজী মাওলানা কফিল উদ্দিন কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন তৎকালীন মাদ্রাসা গভর্নিং বডি।

যা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী অবৈধ বলে অভিযোগে উল্লেখ করা হয়। সে সময় সভাপতি ছিলেন বর্তমান বায়তুশ শরফ কমপ্লেক্স চট্টগ্রামের পীর ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের ভগ্নিপতি আব্দুল হাই নদভী।

অভিযোগ থেকে আরও জানা যায়, দীর্ঘ প্রায় ৯ বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের  দায়িত্ব পালন করে মাওলানা কফিল উদ্দিন স্বেচ্ছাচারিতা, ছাত্রীদের সাথে নারী কেলেঙ্কারি ও নৈতিক স্খলন, আর্থিক অনিয়ম, দুর্নীতি, শিক্ষক ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহারের মধ্য দিয়ে মাদ্রাসায় অসন্তোষের জন্ম দিয়েছেন। যা মাদ্রাসার শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এরই জের আজ শিক্ষার্থীরা অভিভাবকদের উপস্থিতিতে মাদ্রাসার প্রধান ফটকে তালা লাগিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকদের নিজ নিজ কক্ষে অবরুদ্ধ করে সকাল থেকে বিকাল পর্যন্ত  বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশের বেশ কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়ে সর্বস্তরের লোকদের সাথে কথা বলে ও বিক্ষোভকারীদের নিবৃত্ত করে চলে যায়।

বিক্ষোভকারী আলিম প্রথম বর্ষের ছাত্র তৌহিদুল ইসলাম সাইমন বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ একজন নারীলোভী। তিনি মাদ্রাসার এক ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে ওই ছাত্রীকে বিয়ে করেন। তিনি অযোগ্য হওয়া সত্ত্বেও বিশেষ ক্ষমতাবলে অধ্যক্ষের চেয়ার দখল করে আছেন। আমরা তার অপসারণ চাই।

নবম শ্রেণির ছাত্র ইয়াছিন আরাফাত বলেন, আমাদের অধ্যক্ষ ক্লাসে ঠিক মতো পড়ান না। তিনি শুধু মেয়েদের সাথে গল্প করেন। তার মন চাইলে ক্লাসে আসেন আর মন চাইলে না পড়িয়ে চলে যান।

আরেক ছাত্রী তাসফিয়া সোলতানা বলেন, আমাদের মাদ্রাসার অধ্যক্ষ ক্লাসে আসলে শুধুমাত্র ছাত্রীদের সাথে গল্প করেন। তিনি ছাত্রীদের দিকে খারাপ দৃষ্টিতে তাকান। আমরা তাকে এই মাদ্রাসায় আর অধ্যক্ষ হিসেবে চাই না। তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অনেক বছর দায়িত্ব পালন করেছেন। এবার আমরা পূর্ণাঙ্গ একজন অধ্যক্ষ চাই।

অত্র মাদ্রাসার অভিভাবক রিদুয়ানুল হক রুবেল বলেন, আমরা চাই ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হোক । মাদ্রাসায় যাতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয় সে জন্য সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এ আশা করি।

মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের  সহকারী অধ্যাপক বশির আহমদ বলেন, সরকারি বিধি মোতাবেক জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবিদার আমি। অথচ তিনি (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) বর্তমান সভাপতিকে ম্যানেজ করে বিধি লঙ্ঘন করে জোর পূর্বক অধ্যক্ষের  চেয়ারে বসে আছেন। যা ছাত্র, শিক্ষক ও অভিভাবক কেউ মানতে নারাজ।

নারী কেলেঙ্কারিসহ তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল, সে ভিত্তিতে আমি দায়িত্ব পালন করে আসছি। আর আমার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করবেন বলে এডিসি স্যার এসি ল্যান্ডকে জানিয়েছেন।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন , শিক্ষার্থী-অভিভাবক এবং  শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে আলাদা আলাদা ভাবে প্রায় চার ঘণ্টা বৈঠক করেছি। বৈঠকে আগামীকাল (বুধবার) শিক্ষার্থীরা তাদের বার্ষিকী অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। আর ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর তদন্ত করে বিহীত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদ্রাসা গভর্নিং বডির বর্তমান সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.শরীফ উদ্দিন বলেন, আজকের ঘটনার প্রেক্ষিতে ইউএনওকে  মৌখিকভাবে বলেছি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। আর ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আনীত লিখিত অভিযোগগুলোর তদন্ত করার জন্য ইউএনওকে বলা হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন , ঘটনার খবর শুনে সাথে সাথে এসি ল্যান্ডকে পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আনীত  অভিযোগগুলো তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনপ্রিয় পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুন গ্রেফতার

ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে সে...

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ মারা গেছেন (ইন্না...

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি’র ৩১দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা

বিএনপি'র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর...

৫৩ বছরে কেন সংস্কার করলেন না: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন, তাহলে গত ৫৩ বছর তারা...

শহিদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাবেন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার...

দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে: সারজিস

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক...

আরও পড়ুন

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি’র ৩১দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা

বিএনপি'র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা। আগামী...

বোয়ালখালীতে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

উপজেলা বোয়ালখালীতে ডোবায় ডুবে রিশাত (৪) নামের এক শিশু মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী গ্রামে...

বোয়ালখালীতে টেম্পো-ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত টেম্পো ও ব্যাটারী চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে মো.সাইমন (১৫) নামের এক কিশোর।শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে...

কর্ণফুলীতে আগুনে পুড়ল ৩৪ যানবাহন ও মুদির দোকান

চট্টগ্রামের কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকায় অটোরিকশার গ্যারেজে আগুন লেগেছে। এতে গ্যারেজে থাকা ৩০টি অটোরিকশা ও ১টি মোটরসাইকেল ও তিনটি মাহিন্দ্র এবং পাশে থাকা একটি মুদির...