চট্টগ্রাম বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. জিয়াউদ্দীন। মঙ্গলবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, সিলেট বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবী। খুলনা বিভাগের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ফিরোজ সরকার এবং রাজশাহী বিভাগের জন্য পদায়ন করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদকে।
নতুন বিভাগীয় কমিশনারদের এই পদায়ন প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।