সংস্কার আগে না নির্বাচন আগে—এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। যারা সংস্কার আগে না নির্বাচন আগে—এ প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। এটি একটি ষড়যন্ত্রের অংশ।”
তিনি আরও বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করলে আরেকজন তা এগিয়ে নিয়ে যায়। তবে গণতান্ত্রিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া শুধুমাত্র কাগজে-কলমে সংস্কারের কার্যকারিতা নেই। জনগণের নিত্যপ্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত না করলে সংস্কারের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।”
ডিইউজের বার্ষিক সাধারণ সভায় তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়েছে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব নিয়ে। তবে গণতন্ত্র প্রতিষ্ঠার এ চলমান যাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সাংবাদিক সমাজ ও গণতন্ত্রপন্থী শক্তিকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
সম্মেলনে শোক প্রস্তাবের পাশাপাশি ডিইউজের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের রিপোর্ট উপস্থাপন করেন। এ সময় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তিনি জোর দিয়ে বলেন, “সংস্কার কার্যক্রম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি বন্ধ করে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া জরুরি। গণতন্ত্রের প্রকৃত প্রতিষ্ঠার জন্য সরকার ও রাজনৈতিক দলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”