দীর্ঘ প্রতীক্ষার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ ‘পর্যটকবাহী জাহাজ’ চলাচলের অনুমতি পেয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের অনুমোদনের ভিত্তিতে জাহাজটি পর্যটন মৌসুমে যাত্রী পরিবহন করবে।
সোমবার (২৫ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন যে, সেন্টমার্টিন রুটে চলাচলের জন্য কেবলমাত্র ‘কেয়ারি সিন্দাবাদ’ আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতে অনুমতি দেওয়া হয়েছে। তবে জাহাজটি কোন পয়েন্ট থেকে ছেড়ে যাবে এবং কখন চালু হবে, তা চূড়ান্ত করবে মন্ত্রণালয় গঠিত কমিটি।
মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াছমিন চৌধুরী জানিয়েছেন, আগামী ২৭ নভেম্বর একটি বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে নির্ধারণ করা হবে জাহাজটি কোন পয়েন্ট থেকে যাত্রী পরিবহন শুরু করবে।
এদিকে, সেন্টমার্টিন ভ্রমণের জন্য সরকারের পরিবেশ অধিদপ্তর বেশ কিছু বিধি-নিষেধ জারি করেছে। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে নাফ নদীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় ইনানী অথবা কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া থেকে জাহাজ চলাচলের সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই অনুমোদনের মাধ্যমে সেন্টমার্টিন ভ্রমণে নতুন করে পর্যটকদের আকর্ষণ সৃষ্টি হবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।