মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

কর্ণফুলীর বড়উঠান ইউপিতে ব্যাপক অনিয়মের অভিযোগ: ইউএনও-এসিল্যাণ্ডের নজরদারি দাবি

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা স্থানীয় নাগরিকদের দাবি, পরিষদে সেবা গ্রহণের জন্য অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, যা দীর্ঘদিন ধরে চলতে থাকা একটি অনিয়মের চিত্র। তারা অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদের সচিব ওমর ফারুক এবং বহিরাগত যুবক জালাল উদ্দিন জনি নিজেদের ক্ষমতার অপব্যবহার করে নাগরিকদের সঙ্গে প্রতারণা করছেন এবং অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন।

সেবাগ্রহীতাদের অভিযোগ অনুযায়ী, পরিষদে গিয়ে কোনো সেবা নিতে গেলে ২০ টাকা রশিদ দেওয়া হলেও, বাকি ২০ টাকার কোনো খোঁজ পাওয়া যায় না।

সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, ইউনিয়ন পরিষদের জন্ম, মৃত্যু, ওয়ারিশ সনদ এবং ট্রেড লাইসেন্সের জন্য কিছু নির্ধারিত ফি নেওয়া হচ্ছে, যার মধ্যে জন্মনিবন্ধন এবং মৃত্যু সনদ যথাক্রমে ৭৫ থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। তবে, তিনি জানান যে, চেয়ারম্যানের পূর্বের শাসনামলে সেবা ফ্রি ছিল, কিন্তু এখন এসিল্যাণ্ডের পরামর্শে ৪০ টাকা নেওয়া হচ্ছে, যার মধ্যে ২০ টাকা পরিষদের ফান্ডে জমা হয় এবং বাকি ২০ টাকা প্রিন্ট খরচ হিসেবে নেওয়া হয়।

অথচ, এ নিয়ে স্থানীয়রা অভিযোগ করেছেন যে, সচিব এবং চেয়ারম্যানের অনুমোদন ছাড়াই জালাল উদ্দিন জনি নিজেকে উদ্যোক্তা দাবি করে ইউনিয়ন পরিষদে বসে প্রতিদিন সেবা দিচ্ছেন, সরকারি কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করছেন, এবং তাঁর পায়ের উপরে পা তুলে চেয়ারে বসে সরকারী কর্মচারীদের মতো আচরণ করছেন। এমনকি, জনি সেবা নিতে আসা বয়স্ক নাগরিকদের সঙ্গে খারাপ আচরণ করেছেন এবং তার আচরণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই অনিয়মের ব্যাপারে ইউএনও ও এসিল্যাণ্ড-এর কাছে অভিযোগ দেওয়া হয়েছে। এরপরও পরিবর্তন না আসায়, নাগরিকদের মধ্যে ক্ষোভ বেড়ে গেছে। পরিষদের গ্রাম পুলিশ, সচিব এবং কথিত উদ্যোক্তা জনি সবাই মিলে সেবাগ্রহীতাদের অতিরিক্ত টাকা আদায়ের মাধ্যমে তাদের স্বাভাবিক সেবা পাওয়া কঠিন করে তুলছেন।

স্থানীয়রা দাবি করেছেন, সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পরিষদের সেবা পাওয়া বর্তমানে অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। তাদের মতে, চেয়ারম্যান বা প্যানেল চেয়ারম্যানদের কাছে পরিষদের দায়িত্ব ফিরিয়ে দেওয়া উচিত, কারণ তারা মনে করেন, ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে সেবা দ্রুত এবং দক্ষতার সঙ্গে পাওয়া সম্ভব।

এ প্রসঙ্গে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রয়া ত্রিপুরা জানিয়েছেন, “আমরা এই অনিয়মের ব্যাপারে শোনার পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং ইউএনও স্যারের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

অপরদিকে, ইউএনও মাসুমা জান্নাত বলেছেন, “এটি সত্য যে, পরিষদে কিছু সমস্যা রয়েছে এবং সেখানে জনবল সংকট রয়েছে, তবে এই ধরনের অনিয়ম হলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব।”

এতসব অভিযোগের পর, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক এডিসি মো. নোমান হোসেন জানিয়েছেন, “বড়উঠান ইউনিয়নে সেবা প্রদান এবং অনিয়মের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।”

এখন, এলাকাবাসী এবং সচেতন মহলের একটাই দাবি— দ্রুত সময়ে পরিষদের দায়িত্ব ইউপি চেয়ারম্যান বা প্যানেল চেয়ারম্যানদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। তাছাড়া, তারা চান যে, ইউএনও এবং এসিল্যাণ্ড দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক যাতে সেবা প্রদান সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে এবং নাগরিকদের হয়রানি কমানো যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে কম্পিত আশপাশের এলাকা

আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট অগ্নিকান্ডে সিলিন্ডার গ্যাসের...

বিশ্ব মানবাধিকার দিবসে কাপ্তাইয়ে ছাত্র দলের মানববন্ধন

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচি মোতাবেক...

পাওনা আদায়ে এস আলমের সুগন্ধার বাসায় ব্যাংকাররা

বিনিয়োগের বকেয়া টাকা আদায়ে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের...

‘বাঁশখালী মইশখালী’ গানের শিল্পী সনজিত আচার্য্য না ফেরার দেশে

‘বাঁশখালী মইশখালী পাল উড়াইয়া দিলে সাম্পান গুড়গুড়াই টানে’র শিল্পী...

কাপ্তাইয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন

রাঙামাটির কাপ্তাইয়ে ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন ও...

আনোয়ারা উপজেলা জামায়াতের নতুন আমির আব্দুল গনি

আনোয়ারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মাস্টার মো. আব্দুল গনি জামায়াতে...

আরও পড়ুন

কাপ্তাইয়ের জয়িতা নারী  মাসাংফ্রু খিয়াং: প্রতিকূলতাই তার সাফল্যের প্রেরণা

রাঙামাটির কাপ্তাইয়ের সফল জননী হিসাবে জয়িতা নারীর সম্মাননা পেলেন কাপ্তাই উপজেলার ১ নং  চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের মিশন এলাকার বাসিন্দা  মাসাংফ্রু খিয়াং। আর্ন্তজাতিক...

কম দামে সবজি বিক্রি চকরিয়া বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

কৃষকের কাছ থেকে কেনা দামে সবজি বিক্রি করছেন চকরিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।ফলে ক্রেতাগণ কম দামে সবজি ক্রয় করছেন বলে জানা যায়।সোমবার পৌরশহরের কাচাঁ বাজার...

লবণমা‌ঠের দখল এবং ঘে‌রের মাছ লুট ক‌রা নি‌য়ে রক্তক্ষয়ী সংঘর্ষ:২০ জন আহত

বাঁশখালীর সাগর উপকূ‌লের লবণমা‌ঠের দখল এবং ঘে‌রের মাছ লুট ক‌রে নি‌য়ে যাওয়ার ঘটনায় দুপ‌ক্ষের সংঘর্ষে কমপ‌ক্ষে ২০ জন আহত হ‌য়ে‌ছেন।সোমবার (৯‌ ডি‌সেম্বর) সন্ধ‌্যায় সর‌ল...

নানা কর্মসূচির মাধ্যমে চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

চন্দনাইশে "জাতীয় উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে তারুন‍্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) সকালে...