পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রবিবার সকাল ১১টার দিকে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন মোঃ আবুল কালাম (৫৫), পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের উত্তর খরনা (ফকিরপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি কালা মিয়ার পুত্র। গুরুতর আহতদের মধ্যে আছেন একই এলাকার মৃত আহমদ ছফার ছেলে মোঃ আব্দুল জব্বার প্রকাশ লিটা ও তার স্ত্রী মর্জিনা বিনতে হ্যাপি।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম টু কক্সবাজারগামী কিং ট্রাভেলস বাস (নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৮৮৩৪) এবং একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। সংঘর্ষের ফলে সিএনজি অটোরিক্সার চালক ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুইজন গুরুতর আহত হন। আহতদের প্রথমে পটিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরপর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ি তাদের হেফাজতে নেন।