চট্টগ্রামের প্রখ্যাত শিক্ষাবিদ ও হাজেরা তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস এম আইয়ুব আর নেই। স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ নভেম্বর) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। প্রফেসর আইয়ুব স্ত্রী, তিন পুত্রসন্তান এবং অগণিত আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অত্যন্ত জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুর খবরটি চট্টগ্রামের শিক্ষাঙ্গনে শোকের ছায়া ফেলে দিয়েছে। পরিবার এবং সহকর্মীদের অভিযোগ, তাকে পদত্যাগে বাধ্য করার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ চাপ সহ্য করতে না পেরে তিনি দিন দিন নিঃসঙ্গ ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
দীর্ঘদিন হাজেরা তজু ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করে আসা এস এম আইয়ুব গত বছর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান। তবে সম্প্রতি একটি অজানা কারণ দেখিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হয়। এই অপমান তার মতো একজন শিক্ষকের জন্য ছিল কষ্টদায়ক। পরিবার জানিয়েছে, এই ঘটনার পর তিনি চুপচাপ হয়ে যান এবং তার দৈনন্দিন জীবনে এক ধরণের বিষণ্ণতা নেমে আসে।
গতকাল শনিবার সকালে স্ট্রোক করলে দ্রুত তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সেদিনই বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিক্ষার পাশাপাশি প্রফেসর আইয়ুব ছিলেন একজন দক্ষ লেখক। বিভিন্ন পত্রিকায় তার শতাধিক প্রবন্ধ, কলাম ও কবিতা প্রকাশিত হয়েছে। তার লেখা কাব্যগ্রন্থ ‘আর কত রাত’ পাঠক মহলে বেশ প্রশংসিত।
শুধু তাই নয়, তিনি ছিলেন একজন সমাজসেবক। নিজ এলাকায় মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার আলো ছড়িয়েছেন।
প্রফেসর এস এম আইয়ুবের মৃত্যুতে বাঁশখালীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।
আজ রোববার বাদে জোহর তার নিজ প্রতিষ্ঠিত বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।