৩০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পটিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রাক্তন রোভারদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) মিরসরাই মহামায়া লেকে পূর্ণমিলনীকে ঘিরে প্রাক্তন ও বর্তমান রোভারদের মিলনমেলায় পরিণত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ সভাপতি প্রফেসর মোহাম্মদ ফেরদৌস আলম। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রফেসর ইলিয়াস উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, শিক্ষক পরিষদের সম্পাদক মাহমুদ উল হক, গার্ল ইন রোভার স্কাউট লিডার রেশমা আক্তার এবং রোভার স্কাউট লিডার মোহাম্মদ নাজিম উদ্দীন।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ১৪ আগস্ট প্রতিষ্ঠিত এই গ্রুপ, তিন দশক ধরে যুবসমাজে নেতৃত্ব, সেবা এবং মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান রোভার সদস্যরা তাদের স্মৃতি ভাগ করে নেন এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দিনব্যাপী এই আয়োজনে ছিল ডে ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা।