পাহাড়তলীতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মোঃ ফারুক (৪২)-কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পাহাড়তলী থানার মূল গেইট থেকে সিএনজিতে তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তল্লাশিকালে সে নিজেকে দৈনিক একাত্তর সংবাদ নামক পত্রিকার রিপোর্টার বলে দাবি করে ও আইডি কার্ড উপস্থাপন করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে উল্লিখিত সাংবাদিক আইডি কার্ডের অপব্যবহার করে নিয়মিত মাদকের কারবার করে আসছিল। এদিন সে সীতাকুণ্ড থানাধীন কালুশাহ মাজার এলাকা থেকে এসব মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পতেঙ্গা এলাকায় নিয়ে যাচ্ছিল।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ জানান , তল্লাশিকালে ব্যাগের ভিতরে ৩টি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা একজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।