যুব সমাজকে সন্ত্রাস, মাদক এবং জুয়ার বিরুদ্ধে সচেতন করতে নগরীর হালিশহর থানাধীন ৩৬ বছরের পুরোনো ক্রীড়া,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন রামপুর উদীচী সংসদ কর্তৃক আয়োজিত “বন্ধুত্ব ও সম্প্রীতির মেলবন্ধনে আমরা” শীর্ষক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উদীচী সবুজ দল ৪ – ৩ গোলে উদীচী সাদা দলের বিপক্ষে জয়লাভ করে।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বড়পুকুর দক্ষিণ পাড় সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ ইউনুস, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মোঃ আলমগীর , চিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম ,কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র সহকারী ব্যবস্হাপক লুৎফর রহমান সাগর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র সাংবাদিক মোহাম্মদ শাহজাহান, সংগঠক মোহাম্মদ বেলাল,মোহাম্মদ সাইফুল ইসলাম,জুনায়েদ আহমেদ রাফি,মোহাম্মদ সেলিম প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা এমন উদ্যোগের মাধ্যমে সমাজে বন্ধুত্ব,সম্প্রীতি এবং পারস্পরিক সমঝোতার মেলবন্ধনে শান্তি ও সম্প্রীতি আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।