বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার: হাসান আরিফ

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, নির্বাচন কমিশনে যারা এসেছেন সবাই অভিজ্ঞ। তারা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণে কাজ চলছে। সেইসঙ্গে আন্তর্জাতিক পর্যটকরা এদেশে সম্পূর্ণ নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি।

বেসরকারি উদ্যোগে মেলা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গ্রামের মেলার আমেজ এ মেলায় পেলাম। এ ধরণের মেলায় বিদেশিরাও আসেন। তারা বাংলাদেশে সংস্কৃতি, ঐতিহ্য দেখতে মেলায় আসে। মেলাগুলো আমাদের দেশীয় সংস্কৃতি তুলে ধরার একটা জায়গা। এ মেলা আমাদের পর্যটন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা নিয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, সম্প্রতি কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের প্রবেশ সীমিত করে কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসব নিষেধাজ্ঞা সেন্টমার্টিন দ্বীপের পর্যটনে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না ।

বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘সেন্টমার্টিনে নিষেধাজ্ঞায় পর্যটনে তেমন কোনও প্রভাব ফেলবে না। কারণ অনেক দেশেই পর্যটন কেন্দ্রগুলোতে লোকসংখ্যা নিয়ন্ত্রণ করা হয়। সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, প্রবালের উপরে এই দ্বীপ। প্রত্যেকের একটা ক্যাপাসিটি থাকে। দ্বীপটির বেশি সংখ্যক পর্যটক যাতায়াতের ফলে প্লাস্টিক ব্যবহার বাড়ায় প্রবালগুলো ক্লিনিক্যাল পর্যায়ে চলে গেছে। ফলে পর্যটক সীমিত করে, অর্থ ব্যয় করে এই দ্বীপকে সংস্কারের উদ্যোগ নেবে সরকার।

উদাহরণ দিয়ে হাসান আরিফ বলেন, একটি ১০ বেডের হোটেলে যদি ৩০ জন অতিথি যায়, তবে সবকিছু এলোমেলো হয়ে যায়। সেখানে ওয়াশরুম, বেডরুম ও রান্নাঘর সবকিছু নষ্ট হয়ে যায়। এজন্য ইতোমধ্যে সেন্টমার্টিনে বহু সংখ্যক পর্যটক যাওয়ার কারণে অনেক ড্যামেজ হয়েছে। এখন সেটাকে সীমিত রেখে, আমরা ম্যানেজেবল পর্যায়ে নিয়ে আসা… যাতে ঠিক যে পরিমাণ ট্যুরিস্ট সেন্টমার্টিনের নেওয়ার ক্যাপাসিটি হবে, ততটুকুই যাওয়া বাঞ্ছনীয়, সেন্টমার্টিনকে বাঁচিয়ে রাখার জন্য।

তিনি আরও বলেন, ‘যারা সেন্টমার্টিনে ট্যুরিস্ট অপারেট করছেন বা যাওয়ার সুযোগ তৈরি করছেন, তারা যাওয়ার আগে কোনও সার্ভে করা… যে আমি এখানে কতজন ট্যুরিস্ট অ্যাকোমোডেট করতে পারবো। আমি যদি বিকট শব্দে গান শুনি সেটা যেমন এন্টারটেইনমেন্ট হয় না, তেমনি আমি দল বেঁধে গেলাম মাইকে গান শুনলাম, এটা ট্যুরিজম হলো না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ভোটার হতে গিয়ে ‘নকল’ পিতাসহ রোহিঙ্গা নারী আটক

 ভুয়া তথ্য দিয়ে  জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) এর ছবি...

জরায়ুমুখ ক্যান্সারের টিকা পেয়েছে ৯৩% কিশোরী

সারাদেশে ৫৬ লাখ কিশোরী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি...

সকলেই আন্তরিক হলে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব

চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতে কর্ণফুলী এরিয়া প্রেগ্রাম-ওয়ার্ল্ড...

বিলাইছড়িতে উপজেলা পর্যায়ে অর্থনৈতিক শুমারির কার্যক্রম শুরু

রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে উপজেলায় নির্বাহী অফিসের তথ্য সংগ্রহের মাধ্যমে...

নিউমার্কেট এলাকায় রেলওয়ের ভূমিতে অবৈধ দোকান উচ্ছেদ

নগরীর নিউমার্কেট এলাকায় রেলওয়ের ভূমিতে অবৈধভাবে কাঠামো নির্মাণকৃত দোকান...

আবু সায়েম চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

চট্টগ্রামের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আবু সায়েম...

আরও পড়ুন

তরুণরা শুধু বাংলাদেশের নাগরিক না, বিশ্ব নাগরিক হতে হবে : প্রধান উপদেষ্টা

পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠে এ আশাবাদ ব্যক্ত করে প্রফেসর ড. ইউনূস বলেন, ‘আপনাদের মেয়েরা ফুটবলে বিশ্বজয় এনে দিয়েছে। তরুণরা...

বর্ণিল আয়োজনে ৬ দিনব্যাপী চট্টগ্রামে বিজয় মেলার উদ্বোধন

চট্টগ্রাম বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, আমাদের যে সকল কৃষ্টি, কালচার, সংস্কৃতি রয়েছে এগুলোর বহিঃপ্রকাশ মেলার মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে।...

আনিসুল ও ফারুক খানসহ ৮ জন নতুন মামলায় গ্রেফতার

রাজধানীর পৃথক থানায় দায়ের করা ৮ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বিমানমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানসহ ৮ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।গ্রেফতারকৃত অন্যরা...

“শেখ হাসিনা’কে ফেরত না দিলেও তার বিচার চলবে”- টবি ক্যাডমান

ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও তার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার (১১...