কক্সবাজারের চকরিয়া পৌরসভা শ্রমিকদলের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার(২২ নভেম্বর) বিকাল ৩টার সময় চকরিয়া নতুন বাসটার্মিনালে চকরিয়া পৌরসভা শ্রমিকদলের সভাপতি রফিক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ ও সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলামের সঞ্চালনায় উক্ত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলন ও কাউন্সিল শুভ উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি ও কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ কুতুব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম,চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন,চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম আলী আকবর ও চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার ফারুক খোকন প্রমুখ।
এছাড়া চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলন শেষ করার পর কাউন্সিল অধিবেশন শুরু হয়। উক্ত কাউন্সিল অধিবেশনে সভাপতি পদপ্রার্থী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থীদের নাম সংগ্রহ করা হয়।