‘বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। শুধু ট্রেন নয়, সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিক কারখানা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা অভিযোগ করেন, ‘প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে যাত্রী নেই গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বিনা প্রয়োজনে বাহারি রেলস্টেশন ও রেললাইন তৈরি করা হয়েছিল।
তিনি বলেন, ‘১০ হাজার কোটি টাকা ব্যয় করে কর্ণফুলি টানেল নির্মাণ করা হলেও কোনো যানবাহন চলাচল করে না। লোকোমোটিভ (রেল ইঞ্জিন) যাত্রী পরিবহনের ওয়াগন সংগ্রহ করা হয়নি, শুধু অর্থের অপচয় হয়েছে।’
উপদেষ্টা আরো বলেন, ‘যাত্রীসেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে। সড়ক, রেল ও নৌপথের উন্নয়নে সমন্বয় করা দরকার।
পাশাপাশি জনবল সংকট দূর করে রেলের উন্নয়নে নতুন করে চিন্তা-ভাবনা করা হবে।’
তবে দ্রুততম সময়ের মধ্যে লোকোমোটিভ ওয়াগন সংগ্রহ সম্ভব নয় উল্লেখ করে অচলগুলো মেরামতে সচল করে কিছুটা হলেও যাত্রীসেবা বাড়ানোর আশা করছেন তিনি।