পটিয়ায় গরু চুরির ঘটনা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে পটিয়া থানা পুলিশ। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে থানার চত্বরে খামারিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় গরু চুরি প্রতিরোধে নানা করণীয় নিয়ে আলোচনা করা হয়। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম এবং পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর উপস্থিত থেকে খামারিদের বিভিন্ন অভিযোগ ও দাবিদাওয়া শোনেন। পটিয়া উপজেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ রাসেল এবং সাধারণ সম্পাদক কফিল উদ্দিন সভায় অংশ নেন।
খামারিরা চুরি প্রতিরোধে রাতের টহল বাড়ানো, সড়কে চেকপোস্ট স্থাপন, এবং এলাকায় কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানান। এছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রবেশপথগুলোতে নজরদারি জোরদার করার আহ্বান তোলেন তারা।
অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, পুলিশ ইতোমধ্যেই আন্তরিকভাবে কাজ করছে এবং চুরি রোধে রাতে টহল টিম আরও শক্তিশালী করা হবে। তিনি খামারিদের সিসিটিভি স্থাপনের পরামর্শ দেন এবং অপরাধীদের শনাক্তে পুলিশের সাথে তথ্য ভাগাভাগি করার আহ্বান জানান।
ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, “যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে আমাদের তাৎক্ষণিক জানাবেন। জনগণের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সচেষ্ট থাকবে।”
সভায় অর্ধশতাধিক খামারি উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় অনেক বিশিষ্ট ব্যক্তি এবং খামারিরা তাদের মতামত তুলে ধরেন।
গরু চুরির মতো অপরাধ প্রতিরোধে পুলিশের সাথে খামারিদের এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। একতা, সচেতনতা, এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চুরি দমনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।