নগরীর চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা ও আশপাশের এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়েছে। গতকাল চান্দগাঁও থানার উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে এলাকাটি অবৈধ দোকান ও হকারদের কারণে যানজট ও ভোগান্তির শিকার ছিল। অভিযানের ফলে এলাকা এখন অবৈধ দোকান ও হকারমুক্ত। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ফুটপাত পুনরায় দখল হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।