কক্সবাজারের পেকুয়ার কুখ্যাত চোর আলমগীর হোসেন (৪৫), যিনি বাত্তি আলমগীর নামে পরিচিত, অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পেকুয়া থানার একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিনের নেতৃত্বে মাতবর পাড়া এলাকা থেকে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আলমগীর উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আন্নর আলী মাতব্বর পাড়ার বাসিন্দা সাচু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চুরি, হত্যাচেষ্টা, এবং অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
বাত্তি আলমগীরের গ্রেফতারকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি সরকারি আবাসিক ভবন ও পেকুয়া হাসপাতালের বিভিন্ন কোয়ার্টারে চুরি করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিলেন। তার চুরি ও অপরাধমূলক কার্যক্রম স্থানীয় প্রশাসন ও জনগণের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
একজন স্থানীয় বাসিন্দা জানান, “বাত্তি আলমগীর এলাকার নিরাপত্তার জন্য বড় হুমকি ছিল। তার গ্রেফতারের মাধ্যমে আমরা কিছুটা হলেও স্বস্তি পেলাম।”
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “বাত্তি আলমগীরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তার ওপর নজর রাখছিলাম। বৃহস্পতিবার সফল অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।”