রাঙামাটির রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২১ নভেম্বর ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
এ সময় প্রণোদনার অংশ হিসেবে রাজস্থলী উপজেলার ৩ টি ইউনিয়নের ১২১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, সূর্যমুখী, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও অড়হরের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মো, শাহরিয়ার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র।
ইউএনও সজীব কান্তি রুদ্র জানান, সরকারের প্রণোদনা কর্মসূচি থেকে বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার ব্যবহার করে সঠিক চাষাবাদের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের ভূমিকা রাখতে হবে।
বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, সাংবাদিক আজগর আলী খান, উপসহকারি কৃষি কর্মকর্তা, নন্দীয় তনচংগ্যা, শাহাজান, জয়নাল, প্রূলু মারমা ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।