বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সঙ্গে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদও বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ভুটানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে এই আলোচনা হয়েছে। এছাড়া, আঞ্চলিক সহযোগিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।