চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে শিক্ষার হার বৃদ্ধি পেলেও শিক্ষার মানোন্নয়নে এখনও ঘাটতি রয়েছে। গতকাল বুধবার পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শাহাদাত বলেন, “শিক্ষার মানোন্নয়নে আমাদের আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। নৈতিকতার অবক্ষয়, কিশোর গ্যাং কালচার এবং মাদকের প্রসার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করছে। এ থেকে উত্তরণের জন্য শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, “বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। তবে এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার বিকল্প নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড, যা ভেঙে গেলে জাতি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।”
বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা উল্লেখ করে মেয়র জানান, “এই বিদ্যালয়ের নতুন ভবনের জন্য ইতোমধ্যে জায়গায় পাইলিং কাজ সম্পন্ন হয়েছে। আমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলবো, যাতে দ্রুত এই প্রকল্পের কাজ শুরু করা যায়। ভবন নির্মাণের জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করবো।”
অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, বিদ্যালয়ের অধ্যক্ষ জিন্নাত পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য উদ্দীপ্ত করার পাশাপাশি শিক্ষকদের প্রতি মানসম্মত শিক্ষা প্রদানের আহ্বান জানান।