চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এর সাথে সাক্ষাৎ করলেন তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের নেতৃবৃন্দরা।
বুধবার ২০ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক আলমগীর নূর।
মতবিনিময় সভায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফটিকছড়ি উপজেলা বিএনপি নেতা শহিদুল আজম, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক , জাতীয়তাবাদী তরুন দল চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহসভাপতি,বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সাংবাদিক নেতা নুরুল ইসলাম রিপন, সংগঠনের ফটিকছড়ি প্রতিনিধি আসাদুল্লা মোহাম্মদ রায়হান প্রমুখ।