গ্রাহকের আস্থা ভালোবাসা ও বিশ্বাস নিয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে ফেমাস টেইলার্স এন্ড ফেব্রিক্স জেন্টস্ এর দ্বিতীয় শাখা শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ বাজারে বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম চৌধুরী মার্কেটে ফিতা কেটে প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৮ সালে সর্বপ্রথম উপজেলার ঐতিহ্যবাহী বারইয়ারহাট বাজারের , রেলওয়ে গেইটের পশ্চিম পার্শ্বে গার্লস স্কুল রোডে মরহুম আবুল কালাম ফরিদের হাত ধরে প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর পর দীর্ঘ ১৬ বছর ধরেকাস্টমারদের আস্থা ভালোবাসাও বিশ্বাস নিয়ে প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী জোরারগঞ্জ বাজারে দ্বিতীয় শাখার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন।
প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারি নয়ন আহমেদ বলেন, সবার পছন্দের কথা ভেবে উন্নত মানের ব্র্যান্ড এর শার্ট, প্যান্ট ও পাঞ্জাবীর সব এক্সক্লুসিভ কাপড়ের কালেকশন নিয়ে অত্যাধুনিক উন্নত প্রযুক্তিগত মেশিন, সুদক্ষ মাস্টার কারিগর নিয়ে আমাদের দ্বিতিয় শাখার উদ্বোধন করা হয়েছে।
তিনি আরো বলেন, ফেমাস টেইলার্স থেকে আধুনিক মানসম্মত কাপড় কিনে সেই কাপড় ফেমাস টেইলার্সের দক্ষ কারিগর দ্বারা সেলাই করে এবং তা পরিধান করে আপনি আপনার সকল আনন্দ অনুষ্ঠানকে রঙিন করে তুলুন সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই আপনার পছন্দের পোশাকটি নির্মানের জন্য আমাদের নতুন ভুবনে আপনাকে জানাই স্বাগতম।