চট্টগ্রাম পার্বত্য তিন জেলা পরিষদ পুনঃ গঠন করা হয়েছে।
গত ৭ নভেম্বর সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষতির এক প্রজ্ঞাপনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে সাবেক জেলা কৃষি কর্মকর্তা কাজল তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্য বিশিষ্ট অন্তর্বতীকালীন পরিষদ গঠন করা হয়েছে। এতে ১৪ জন সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকায় সদস্য হিসাবে কাপ্তাই উপজেলা হতে স্থান পেয়েছেন ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিংমং। এলাকায় একজন সজ্জন, সামাজিক ব্যক্তিত্ব এবং সৎ লোক হিসাবে তিনি সবার কাছে বেশ সু- পরিচিত । তাঁর এই নিয়োগে কাপ্তাই উপজেলার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
চিৎমরম ইউনিয়ন এর চিৎমরম হেডম্যান পাড়ার বাসিন্দা ক্যওসিংমং এর সাথে শুক্রবার (৮ নভেম্বর ) সকালে মুঠোফোনে যোগাযোগ করেন এই প্রতিবেদক। এই সময় তিনি বলেন, সকলকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই। অর্ন্তবর্তীকালীন সরকার আমাকে যেই দায়িত্ব অর্পণ করেছেন আমি তা সততা ও দক্ষতা সাথে দায়িত্ব পালন করবো। এলাকার উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সহ বিভিন্ন সেক্টরে অবদান রাখার চেষ্টা করবো। এছাড়া মাদক নির্মূলে আমি কাজ করবো। এই ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। আমি সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে চাই।