আনোয়ারা উপজেলায় দ্রুত গতির জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এর ১২ শ্রমিক আহত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টানেল সড়ক এর চাতরী চৌমুহনী প্রান্তের গোল চত্বরে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, হুসনে জান্নাত (৩১) , ইমরান বাদশা (২৮) , নুসরাত (১৮) , প্রিয়া ঘোষ, সুলতানা, সাবিনা (৩৫) , জুয়েল (২৬) , শাহিন আক্তার (৩৮) , মেরি (৩৪) , কুতুব উদ্দিন (২৭) , রিফাত আক্তার(১৯), মমি দত্ত (৩০) । তারা সবাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।আহত জুয়েল জানান, কারখানা ছুটির পর জিপ গাড়ি করে বাড়ি ফিরছিলাম। টানেল এর সংযোগ সড়কে গাড়ি দ্রুত গতিতে চালানোর পর চাতরী চৌমুহনী গোল চত্বরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় । এতে আমরা সবাই আহত হয় ।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বৃষ্টি জানান, সন্ধ্যা ৬ টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয় । ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।