ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা।
রোববার (৩ নভেম্বর) সকালে নারায়ণহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন পরবর্তী পরিষদ ভবন ঘেরাও করে বিক্ষোভকারীরা।
এলাকার সাধারণ মানুষ ছাড়াও বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেন স্থানীয় বিএনপি – জামায়াতের শতশত নেতাকর্মী।
মিছিল থেকে চেয়ারম্যান জাফরের বিভিন্ন অপকর্ম তুলে ধরে স্লোগান দিতে থাকল তা এক সময় সমাবেশে রূপ নেয়।
পরে পরিষদ চত্তরে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্টিত হয়। এতে বক্তারা বলেন আওয়ামী দোসর ও জাসদের পাতি নেতা আবু জাফর মাহমুদ দীর্ঘ সময় ধরে এলাকার সাধারণ মানুষকে মামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করেছে। শাসনের নামে শোষন করেছে। তাই জাফর মাহমুদের জায়গা নারায়ণহাটের মাটিতে আর হবে না। ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান জাফর ও তার সহযোগী সকল মেম্বারদের অপসরণের দাবী জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পেয়ারুল ইসলাম, জামায়াত নেতা আলাউদ্দিন, মাওলানা আবু আজম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূজপুর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদল সভাপতি সামশুল আলম, মীর আকবর, এরশাদ, আজম, সফি, মাসুমসহ অরো অনেকে।