সাতকানিয়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) বা জরায়ুমুখে ক্যান্সারের ভ্যাকসিন নেয়ার পর ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
রোববার (৩ নভেম্বর) দুপুরে কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এদিকে, ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে আতঙ্কের কারণে অনেক সময় এমনটা হতে পারে বলে জানিয়েছে চিকিৎসক।
জানা যায়, রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের এইচপিভি টিকা দেয়া শুরু হয়। ২২০ জন শিক্ষার্থীর টিকা সম্পন্ন হওয়ার পরে দুপুরের দিকে হঠাৎ বিভিন্ন উপসর্গ নিয়ে কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদেরকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে ভর্তি করান শিক্ষক ও পরিবারের সদস্যরা। চিকিৎসা নিয়ে পরে সন্ধ্যার শিক্ষার্থীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে।
কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বলেন, রোববার সকাল থেকে বেলা ১২ টার মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) বা জরায়ুমুখে ক্যান্সারের টিকা দেওয়া হয়। ২২০ জনের টিকা সম্পন্ন হওয়ার পর ১টার দিকে ২১ জনের মত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে তারা চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বিকালে বাড়ি ফেরেন।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে.এম. আবদুল্লাহ-আল-মামুন জানান, দুপুরে টিকা নিয়ে অসুস্থ হলে ২১ জন ছাত্রীকে হাসপাতালে আনা হয়। সাইকোজেনিক কারণে একজনের দেখাদেখি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে। এতে ভয়ের কিছু নেই।