সারাদেশে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ায় অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (৩ নভেম্বর) বেলা ১২টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে চকরিয়া পৌরসভা বিভিন্ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পলিথিন বিক্রি ও মজুদ করার অপরাধে ৩ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা ও নিষিদ্ধ পলিথিন জব্দ করে ব্যবহার অনুপযোগী করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি। এরই ধারাবাহিকতায় আমরা চকরিয়া পৌরসভার প্রত্যেক বাজারে অভিযান পরিচালনা করেছি। তাদের কাছ থেকে পলিথিন জব্দ করেছি এবং তাদেরকে পরিবেশ সংরক্ষণ আইনে আর্থিক জরিমানা করেছি।
এছাড়া তিনি আরো বলেন, পরিবেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করার সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।