কক্সবাজারের চকরিয়া উপজেলায়”জাতীয় সমবায় দিবস-২০২৪” উদযাপন করা হয়েছে।
শনিবার (২নভেম্বর) সকাল ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তন”মোহনা”য় চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও চকরিয়া আবাসিক মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট ফখরুদ্দিন ফরায়জী এবং চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম। এছাড়া অনেক সমবায়ী বক্তব্য রাখেন।
বক্তরা বলেন,সমবায় সমিতির উন্নয়নের দিকে নজর দিতে হবে।সরকার থেকে সমবায় সমিতির কর্মকান্ডের প্রতি নজর রাখতে যাতে সমিতির নামে কেউ অনিয়ম করতে নারে।