কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১ নভেম্বর ) কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে শ্রম অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের সহকারি পরিচালক আব্দুস সাব্বির ভূঁইয়া ও সহকারী পরিচালক মোঃ রেজওয়ান উপস্থিত ছিলেন।
সভায় কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, প্রবীণ সাংবাদিক কামাল হোসেন আজাদ, আতাহার ইকবাল, মুহম্মদ নুরুল ইসলাম, এস এম আমিনুল হক চৌধুরী, নুরুল ইসলাম হেলালী, রুহুল কাদের বাবুল, হাসানুর রশিদ, এস এম জাফর, আনসার হোসেন, আবু সিদ্দিক ওসমানী, মোহাম্মদ হাশিম, হুমায়ুন শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।