চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দুধর্মের “আমি সনাতনী” লেখা গেরুয়া পতাকা তুলে দেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাজেশ চৌধুরী (৮) ও হৃদয় দাশ (২৫) কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পরে নগরীর সদরঘাট এলাকা থেকে তাদের কে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।
গ্রেপ্তার রাজেশ চৌধুরী নগরীর কোতোয়ালি থানাধীন আলকরণ দোভাষ কলোনীর (৪ নম্বর গলি) মৃত শ্যামল চৌধুরী’র ছেলে ও হৃদয় দাশ একই এলাকার অমল দাশের ছেলে।
জানা যায়, গত শুক্রবার (২৫ অক্টোবর) সনাতন সম্প্রদায় তাদের ৮ দফা দাবি আদায়ের জন্য চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিশাল সমাবেশে করেন। তা নিয়ে নানা ধরনের আলোচনা ছিলো বিভিন্ন মহলে। ওই সমাবেশ থেকে দাবি আদায়ের জন্য ঢাকা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছিলেন বলে অনেকের দৃষ্টিতে এসেছে।
এরপর সমাবেশ শেষে লোকজন মিছিল সহকারে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভ শীর্ষে থাকা জাতীয় পতাকার উপর হিন্দুধর্মের “আমি সনাতনী” লেখা গেরুয়া পতাকা উড়ানো হয়। এসব সমাবেশের পরে হিন্দুদের মিছিলটা ব্যানার-ড্রোনসহ সিটি কলেজের রোড হয়ে প্রদক্ষিণ করেন।
নেট দুনিয়ার তথ্য বলছে, গেরুয়া রং মানে বৌদ্ধদের কাছেও সমাদৃত। গেরুয়া রংয়ের তাৎপর্য। উপরন্তু ভারতে এই রংটি সমধিক গুরুত্বপূর্ণ যার ফলস ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পরে তাদের জাতীয় পতাকার তিনটি রংয়ের একটি হিসেবে গেরুয়া নির্বাচিত হয়। পাশের রাষ্ট্রের জাতীয় পতাকায় গেরুয়া রং ত্যাগের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়।
নিউ মার্কেটের বিষয়টি দেখে স্যোশাল মিডিয়া জুড়ে ঝড় উঠে। এতে জাতীয় পতাকা আইন ১৯৭২-এর ৩ এবং ২০১০-এর ২০ নং ধারা লঙ্ঘন করা হয়েছে বলেও মন্তব্য করেন। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সম্মান রক্ষার্থে জাতীয় পতাকার উপরে অন্য পতাকা উত্তোলন শাস্তিযোগ্য অপরাধ বলেও মন্তব্য করেন।
এ বিষয়ে কোতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘জাতীয় পতাকা অবমাননার দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’