Thursday, 31 October 2024

ঢাকায় লগি- বৈঠা হামলা

ঈদগাঁওতে জামায়াতের দোয়া মাহফিল

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

২৮ অক্টোবর ২০০৬ সালের শহীদদের স্মরণে ঈদগাঁওতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা বাসস্ট্যান্ডে আজ (২৮ অক্টোবর) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বক্তারা বলেছেন, আওয়ামী লীগ মানে ফ্যাসিবাদ। আওয়ামী লীগ মানে গণহত্যাকারী। এ ফ্যাসিস্ট দল গত ১৬ বছর ধরে জগদ্দল পাথরের মত দেশ শাসন করেছে। বক্তারা “২৮ অক্টোবর ২০০৬” সালে শহীদদের খুনীদের স্পেশাল ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।

বিকেলে আয়োজিত এ সভায় উদ্বোধনী বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী । প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার- ৩ আসনের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, মাস্টার ছৈয়দুল আলম হেলালী,, মৌলানা ছৈয়দুল হক, সাহাব উদ্দিন, ডাঃ সুলাইমান মোর্শেদ, তৈয়ব উদ্দিন, মোঃ রায়হান উদ্দিন, সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল, মিজানুর রহমান আজাদ, অধ্যাপক হাকিম আলী, ছাত্রনেতা সাহেদ মোস্তফা, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ দেশে হত্যার রাজনীতির মাধ্যমে কালো অধ্যায়ের সূচনা করেছে। তারা বর্বরতার নিকৃষ্ট নজির স্থাপন করেছে। ২৮ অক্টোবর, শাপলা চত্বর ও পিলখানার হত্যাকাণ্ড সহ সকল হত্যাযজ্ঞের বিচার করতে হবে। দেশ থেকে চিরতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

জামায়াত ও শিবির নেতৃবৃন্দ বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ও জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ঋণশোধ করতে হলে এ দেশ থেকে ফ্যাসিজম কে নিপাত করতে হবে। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে এগিয়ে আসতে আহ্বান জানান।

নেতৃবৃন্দ ২৪ জুলাইয়ের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ মানবতার কথা বললেও তারা চরম মানবতা বিরোধী কাজ করে গেছে।সকল অনিষ্টের মূল ছিল আওয়ামীলীগ।

উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডাঃ আলহাজ্ব আমির সোলতান, মাস্টার নজির আহমদ, মাওলানা আবদুর রহমান আজাদ, মাস্টার নুরুল হক, মাওলানা শাখের আহমদ, মাওলানা হারুনুর রশিদ, মুফিজুর রহমান মুফিজ, শ্রমিক কল্যাণ সভাপতি কামাল পাশা,

জয়নাল আবেদীন, রাশেদুল ইসলাম, অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন, লেখক নুরুল হক নুর।

উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় মাহফিলে অন্য বক্তারা বলেন, স্বৈরাচারের প্রেতাত্মা যারা এখনো এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ্ বায়তুশ শরফ কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দ নুর হেলালী।

বাদে মাগরিব বড় প্রজেক্টরে লগি -বৈঠা হামলায় মর্মান্তিকভাবে নিহত ও ২৮ অক্টোবরের ভয়াল চিত্র প্রদর্শন করা হয়।

সর্বশেষ

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা অবরোধ

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন...

রাইখালীতে মন্দিরে ব্যতিক্রমি আয়োজন:  ৪৫ জন জীবন্ত মায়ের পূজা ও আরাধনা 

জন্মদাত্রী মায়ের প্রতি কৃতজ্ঞতাবোধ, শ্রদ্ধা, মমতা ও ভালোবাসা প্রদর্শনের...

সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন

টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায়...

নির্বাচিত সরকারের মেয়াদ ৪ বছর হওয়া উচিত: হাসান আরিফ 

মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী...

নারী সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নেপালের রাজধানী...

সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ক্রীড়া উপদেষ্টা অভিনন্দন

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া মর্যাদাপূর্ণ...

আরও পড়ুন

চকরিয়ায় বাজার নিয়ন্ত্রণে অভিযান ও জরিমানা

কক্সবাজারের চকরিয়ায় নিত্যপণ্যের বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও বাজার নিয়ন্ত্রণসহ শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।বুধবার (৩০ অক্টোবর) সকালে চকরিয়া...

রাইখালী কালি মন্দিরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত 

দীপাবলি উৎসব ও শ্যামা পুজা উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা পর্ষদ এর আয়োজনে  স্বেচ্ছায়  রক্তদান কর্মসূচী...

মিরসরাইয়ে বিদেশী মদ ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

মিরসরাইয়ে ৮ বোতল বিদেশী মদ ও ২ কেজি গাঁজাসহ মো. নাজিম উদ্দিন (২৮) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।বুধবার (৩০...

বেপরোয়া বালু উত্তোলন: হুমকিতে মহাসড়ক 

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চকরিয়া উপজেলার খুটাখালীর ছড়া থেকে স্যালু মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রির মহোৎসব চলছে। বেপরোয়া বালু উত্তোলনের ফলে হুমকীতে পড়েছে মহাসড়ক।সরেজমিনে...