আনোয়ারা উপজেলায় মৎস্য অফিসের অভিযান পরিচালনা করে ২লাখ টাকা মূল্যের ৪টি টং জাল জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার সমুদ্র উপকূল ও বঙ্গোপসাগরের মোহনায় এই অভিযান পরিচালনা করা হয়। পরে উপকূলে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক, বারআউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক বলেন, মা-ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অফিসের অভিযান অব্যহত থাকবে।