Wednesday, 23 October 2024

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক ফুটবল ফাইনাল প্রতিযোগিতা - এম. মালেক

একজন ভালো খেলোয়ার সহজেই সারা বিশ্বব্যাপি পরিচিত লাভ করতে পারে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া উৎসব কমিটির উদ্যোগে জাঁকজমকভাবে বার্ষিক ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর শনিবার বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয় ।

সমিতির সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং উৎসব কমিটির আহ্বায়ক সনজয় আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদীর সম্পাদক লায়ন এম এ মালেক।

বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বাকাউল্লাহ চৌধুরী ইরান, সহ সভাপতি এড. এহেতেসামুল আলম চৌধুরী পাপ্পু, সাবেক সভাপতি এড. ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক এড. সোলেমান, মো. আবুল কালাম, সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার আলম ভূঁইয়া শিমুল, সাবেক যুগ্ম সম্পাদক এড. ইমাম উদ্দিন, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক চৌধুরী খালেদ বিন সরোয়ার জনি, এড. মো: হারুন-অর-রশীদ মজুমদার, এড. আসাদুজ্জামান সাগর, কার্যকরী সদস্য ইউসুফ, ছাইদুল হক মজুমদার, নোমান রেজা, দিদারুল আলম রনি প্রমুখ। খেলায় যমুনা টীম মেঘনা টীমকে ৩-০ গোলে পরাজিত করে। যমুনার টীম ম্যানেজার চৌধুরী খালেদ বিন সরোয়ার জনি ও মেঘনার টীম ম্যানেজার রিংকু দত্ত। ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন কর আইনজীবী তৌহিদুল ইসলাম। রেফারির দায়িত্ব পালন করেন ফিফার রেফারি খোরশেদ আলম।

ম্যাচের এক পর্যায়ে যমুনা টীমের খেলোয়াড় তাপস গোল দিয়ে আনন্দের সাথে জার্সি খোলার প্রদর্শনের কারণে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। মাঠে সেরা খেলোয়ার হিসেবে পুরস্কার পেলেন যমুনা টীমের মোরশেদ জাহান, তাপস চক্রবর্তী, মাসুদ আহমেদ। সেরা গোলকিপার হিসেবে পুরস্কার অর্জন করেন এড. গোকূল চন্দ্র সিংহ রায়, সেরা গোলদাতা মিফতাহুল জাহান।

প্রধান অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত লায়ন এম এ মালেক বলেন, লাল সবুজের পতাকা আমার গর্ব, আমার অহংকার। কর আইনজীবীরা দেশের উন্নয়নে অংশীজন। রাষ্ট্র কোষাগারে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম। খেলাধুলার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার জন্য কর আইনজীবীদের বার্ষিক ফুটবল প্রতিযোগিতার ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখবে। একজন ভালো খেলোয়ার সহজেই সারা বিশ্বব্যাপি পরিচিত লাভ করতে পারে। একজন ইতিহাসবিদ বা রাজনীতিবিদ সেভাবে পরিচিত লাভ করতে পারে না। সভাপতির বক্তব্যে আবু তাহের বলেন, কর আইনজীবীরা অতীতে দেশের কল্যাণে ও রাষ্ট্র পরিচালনায় যেভাবে সহযোগিতা করে এসেছে আজকে সমিতির মাধ্যমে এই খেলাধুলা অংশগ্রহণ করে নিজের গর্বের পরিচয় অর্জন করেন।

বিশেষ অতিথি সাধারণ সম্পাদক বাকাউল্লাহ চৌধুরী ইরান বলেন, একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম. এ মালেক একজন জনকল্যাণকর মানবসেবক। তিনি আমাদের আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করলেন এবং আমাদের সম্মানিত আইনজীবী স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

সর্বশেষ

ফটিকছড়িতে মোবাইল কোর্টের অভিযান;  ৮২ হাজার টাকা জরিমানা 

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ফটিকছড়ির তিনটি বাজারে  মোবাইল ...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের টাস্কফোর্সের অভিযান: ৮ দোকানীকে জরিমানা

সাতকানিয়ার কাঞ্চনা ও এওচিয়া ইউনিয়নের কয়েকটি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে...

ফাইনালে মধুময় চাকমার দুর্দান্ত শুটে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে নিলো ধূপ্যাচর যুব সংঘ 

রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে ফাইনাল খেলায়  মধুময় চাকমার দুর্দান্ত শুটে...

ফটিকছড়িতে ডেঙ্গু মোকাবেলায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনমূলক সভা

“সকলের একতা রুখবে ডেঙ্গুর ভয়াবহতা” এ স্লোগান সামনে রেখে ...

দেশে অস্থিতিশীলকারীদের হুঁশিয়ারি করলেন চট্টগ্রামের সমন্বয়ক রাফি

চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, আমরা দেখছি...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

সারাদেশে বিপ্লবী ছাত্রদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট...

আরও পড়ুন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের টাস্কফোর্সের অভিযান: ৮ দোকানীকে জরিমানা

সাতকানিয়ার কাঞ্চনা ও এওচিয়া ইউনিয়নের কয়েকটি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স পরিচালিত অভিযানে ৮ টি মামলায় ৮ দোকানীকে ১৬ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া...

ফাইনালে মধুময় চাকমার দুর্দান্ত শুটে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে নিলো ধূপ্যাচর যুব সংঘ 

রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে ফাইনাল খেলায়  মধুময় চাকমার দুর্দান্ত শুটে চ্যাম্পিয়ন ট্রপি ঘরে নিলো ধূপ্যাচর যুব সংঘ ক্লাব।মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ৩ টায় চূড়ান্তপর্বে...

দেশে অস্থিতিশীলকারীদের হুঁশিয়ারি করলেন চট্টগ্রামের সমন্বয়ক রাফি

চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, আমরা দেখছি সন্ত্রাসী লীগ এখনো দেশের বিভিন্ন জাগয়ায় মাথাচাড়া দিয়ে বসে আছে। তাদের বলতে চাই- তোমরা হিসাব...

আনোয়ারায় বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কৃষি হাটের উদ্যোগ

আনোয়ারা উপজেলায়  সবজির বাজার নিয়ন্ত্রণ করতে কৃষি হাট করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এই কৃষি হাট বাস্তবায়ন হলে সবজির বাজারে সিন্ডিকেট ভাঙন ও  স্থানীয়...