পটিয়া প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম (৬৪) আর নেই।
রবিবার বেলা ৩টার দিকে নিজ বাসভবন পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের উত্তর গোবিন্দারখীল গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিনপুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
রাত দশটা আমির ভান্ডার দরবার শরীফের মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজের জানাজায় ইমামতি করেন আমির ভান্ডার দরবার শরীফের শাহজাদা শাহসূফি সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরী।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, সাবেক এমপি সামশুল হক চৌধুরী, গাজী মোঃ শাহজাহান জুয়েল, এনামুল হক এনাম, সিরাজুল ইসলাম চৌধুরী, মোতাহারুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র নুরুল ইসলাম, অধ্যাপক হারুনুর রশিদ, আইয়ুব বাবুল, উপজেলা সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া, দিদারুল আলম, খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবু তৈয়ব, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, ইনসানিয়াত বিপ্লবের পটিয়া সভাপতি মাওলানা নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আমম টিপু সুলতান চৌধুরী, বিএনপি নেতা মোজাম্মেল হক, বদরুল খায়ের চৌধুরী, জসিম উদ্দিন মাস্টার, খোরশেদ আলম, গাজী আবু তাহের, শাহজাহান চৌধুরী, তৌহিদুল আলম, ইলিয়াস চৌধুরী ভুট্টো, ইদ্রিস পানু, আবছার উদ্দিন সোহেল, হাবিবুর রহমান রিপন, সাবেক কাউন্সিলর গোফরান রানা, গিয়াস উদ্দিন আজাদ, শেখ সাইফুল ইসলাম, আবু ছৈয়দ, ইসলামী ফ্রন্ট নেতা আলী হোসেন, মাওলানা নাছিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর আলম, মনজুরুল আলম, আসাদুজ্জামান তানিম, খলিরুজ্জামান শিবলু, পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শিক্ষক এটিএম তোহা, সহ সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক গোলাম কাদের, যুগ্ম সম্পাদক আ.ন.ম সেলিম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ মোরশেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সনজয় সেন, সমাজ কল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, কার্যকরি সদস্য রনি কান্তি দেব, হেলাল উদ্দিন নিরব, শহীদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।