দেশকে এগিয়ে নিতে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
আজ রোববার (১৩ অক্টোবর) সকালে বঙ্গভবনে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এ আহ্বান জানান তিনি।
এ সময় রাষ্ট্রপতি বলেন, বর্তমান পরিস্থিতিতে উন্নত-সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ে তুলতে সহিষ্ণুতা, পারস্পরিক আস্থা-বিশ্বাস আর সহযোগিতার কোনো বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আধুনিক বাংলাদেশ গঠন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, আবহমান বাংলার সংস্কৃতিতে অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দেশ গঠন করতে হবে।
পরে দেশে চলমান বন্যায় সহায় সম্বলহীন মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
আজ বঙ্গভবনের দরবার হলে বেলা ১১টা থেকে শুরু হয় অনুষ্ঠান। এ সময় রাষ্ট্রপতি তাঁর স্ত্রী ডা. রেবেকা সুলতানাকে নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।