বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় নিহত শহীদ তানভীর সিদ্দিকী (১৯) এর পরিবারের জন্য নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার পক্ষ থেকে ‘বীর নিবাস’ নামক বাড়ি নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা এলাকায় কর্মযজ্ঞ আয়োজনে নবনির্মিত বাড়িটি হস্তান্তর করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার সভাপতি কমডোর মো. খুরশিদ মালিক বিএন (অবঃ)।
উদ্বোধক হিসেবে ছিলেন নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার মহাসচিব ক্যাপ্টেন মহসীনুল হাবিব বিএন (অবঃ) ও বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির নির্বাহী সভাপতি ক্যাপ্টেন মো. শহীদুল ইসলাম বিএন (অবঃ)। এছাড়াও স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীকি মারমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র জনতার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় নিহত শহিদ তানভীর সিদ্দিকী বাদশাহ মিয়ার বড় ছেলে। তানভীর পাঁচলাইশ আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
ছেলেকে হারানোর পর থেকে দিশেহারায় ছিলেন পুরো পরিবার। এ ঘটনায় গত ১৭ আগস্ট নগরের চান্দগাঁও থানায় নিহত ছাত্রের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক তালাত মাহমুদ খান রাফি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সমন্বয়ক (চবি) বর্তমান স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির চট্টগ্রাম জেলা প্রতিনিধি মো. এনামুল হক জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তানভীর সিদ্দিকীসহ যারাই শহীদ হয়েছেন তাঁদের বিনিময়ে দেশের মানুষ আরেকবার স্বাধীনতা পেয়েছেন। তাঁদের যারা নির্মমভাবে হত্যা করেছেন প্রত্যেকের বিচার হবে।’
এমন পরিস্থিতিতে বাদশাহ মিয়ার পরিবারকে একটি পূর্ণাঙ্গ ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা। বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী উপজেলার নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন চৌধুরী প্রকাশ নেভী হারুন।
জানা যায়, গত (২০ আগস্ট) দুপুরে তানভীরের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে নতুন একটি ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংস্থাটির সদস্যরা। যেখানে সহযোগিতা করেন আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষকরাও। আর সেই ঘরের নাম দেওয়া হয়েছে ‘বীর নিবাস’।
আজ সেই কাঙ্খিত বীর নিবাসটি শহিদ তানভীরের পরিবারের কাছে হস্তান্তর করে নৌ বাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার মহাসচিব ক্যাপ্টেন মহসীনুল হাবিব জানান, ‘দেশের জন্যই প্রাণ দিয়েছে তানভীর। এই বীর শহীদ পরিবারের সঙ্গে থাকবেন তাঁরা। করবেন সকল প্রকার সহযোগিতা।’
তানভীরের পিতা বাদশাহ মিয়া ও চাচা আবু হেনা মোস্তফা কামাল জানান, ‘তাঁদের আশা ছিলো তানভীর বড় হয়ে ভালো একটা চাকরি করবেন। কিন্তু সেই আশা পূরণ না হওয়ায় তার দ্বিতীয় ছেলে ইশতাকুল ইসলাম তাসিবকে একটি সরকারি চাকরির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।’
প্রসঙ্গত, আজ থেকে ১১ বছর আগে অর্থ্যাৎ ২০১৩ সালে স্থানীয় প্রভাবশালীরা তাঁদের বসতভিটা উচ্ছেদ করে দখল করে নিয়েছিলেন। এরপর থেকে শ্বশুর বাড়িতে একটি কুঁড়ে ঘরে স্বপরিবারে থাকেন তিনি। তার ৩ সন্তান ও স্ত্রীসহ পাঁচজনের সংসার কোন মতেই চলছিলো। দীর্ঘদিন পর তাঁরা পরিবারের জন্য নতুন বাড়িসহ জমি ফেরত পেলেন।