আনোয়ারা উপজেলায় দীর্ঘদিন ধরে চুরি-ছিনতাই মাদক জুয়ারিদের কারণে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (১১ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার বারখাইন ইউনিয়নে শোলকাটা এলাকায় এই প্রতিবাদ মিছিল করা হয়। এসময় স্থানীয়রা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে স্থানীয়রা জানায়, আমাদের শোলকাটা এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেই যাচ্ছে। অনেকের সারা বছরের জমানো অর্থ-সম্পদ, স্বর্নের গহনা, মোটরসাইকেল, টিউবওয়েল, গরু-মহিষ, এমনকি এলাকার মসজিদ থকে নিয়মিত ব্যাটারি, পানির মোটর এবং মাইক পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে কিছু চিহ্নিত চোর-ডাকাতেরা। তারা এলাকায় অনেকটা প্রভাব বিস্তার করে চুরি-ডাকাতি করে আসলেও এলাকার কেউই এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস না করায়, গ্রামে আমাদের বসবাস করা খুবই অনিরাপদ হয়ে ওঠছে। এমনকি প্রাণ নিয়েও শঙ্কার সৃষ্টি হচ্ছে। পুলিশ প্রশাসনকে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।