শারদীয় দুর্গোৎসব পালনে পূজা মণ্ডপের নিরাপত্তায় বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করছেন আনোয়ারা জামায়াতে ইসলামী বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পূজার শুরু থেকে প্রতিদিন বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে যাচ্ছেন নেতাকর্মীরা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।
গত বুধবার ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয় হিন্দু ধর্মালম্বীদের শারদীয় এই দুর্গা উৎসব। এদিকে পূজার শুরুর দিন থেকে সার্বিক নিরাপত্তায় বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন জামায়াতের নেতাকর্মীরা।
উপজেলা জামায়াতের নোতাকর্মীদের সাথে যোগাযোগ করে জানা যায়, তারা ইতিমধ্যে উপজেলা পূজা উদযাপন কমিটি সাথে বৈঠক করেছেন। পূজার সার্বিক সহযোগিতা করতে সব স্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়ছে বলে জানান তারা। এবং পূজা শেষ হওয়া পর্যন্ত প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছেন বলে জানান তারা।
এর মধ্যে গত বুধবার উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য আশরাফ উদ্দীন চৌধুরী কুসুমের নেতৃত্বে উপজেলার চাতরী ইউনিয়ন বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় জামায়াতের একটি টিম। জামায়াত নেতা আশরাফ উদ্দীন জানান, পূজার নিরাপত্তায় সংগঠন আমাদের নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। সবার সাথে নিরাপত্তার বিষয়টি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করছি।
একই দিনে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।
এদিকে বৃহস্পতিবার পূজার সপ্তমীর দিনে রায়পুর ইউনিয়ন জামায়াতের সেক্রাটারি হাফেজ হারুনের নেতৃত্বে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করা হয়। এছাড়াও হাইলধর ইউনিয়নে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক ও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার শহীদুল্লাহ্। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা ছাত্রশিবির সদর শাখার নেতা সাকিবুল হাসানসহ স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। হাইলধর গ্রামে মণ্ডপ পরিদর্শন শেষে জামাত নেতা মাষ্টার শহীদুল্লাহ্ বলেন, আমার এলাকার আমার অন্য ধর্মের ভাইদের পূজা হচ্ছে আমরা তাদের ঘরে বেড়াতে এসেছি। দেশের অবস্থা অনুযায়ী তাদের খোঁজখবর রাখা তাদের নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক জনশক্তি হিসেবে সেটি আমাদের নৈতিক দায়িত্ব।