সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে অপপ্রচারের ফলে মানহানির অভিযোগ এনে দুই ফেসবুক আইডির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান।
আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
বুধবার (৯ অক্টোবর) সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে মামলাটি করেন দক্ষিণ জেলা যুবদলের এই নেতা । মামলায় বিবাদী করা হয়েছে দুটি ফেসবুক আইডিকে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা সামাজিম যোগাযোগমাধ্যমে বাদীসহ কয়েকজন ভিকটিমকে সামাজিকভাবে হেয় ও অপদস্ত করার জন্য ‘Md akash’ নামে ফেসবুকে অ্যাকাউন্ট থেকে ২৭ সেপ্টেম্বর একটি ছবি পোস্ট দেয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, “হাজার শহীদের রক্তের বিনিময়ে ৫ আগষ্ট বিপ্লব পরবর্তী যারা দলের পরিচয়ে বিভিন্ন অফিসে ধান্দাবাজি করছেন তারা কি শহীদের রক্তের সাথে গাদ্দারি করছেন না। আসুন এই সুবিধাবাজদের বর্জন করি। এরা কেইপিজেডের জুট ব্যবসায়ী থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে আঁতাতকারী, বিএনপির নামে চাঁদাবাজি করতেছে সব জায়গায়।”
বিবাদী করা ‘অভি চৌধুরী’ নামে দ্বিতীয় ফেসবুক আইডি থেকে ওই পোস্টটি শেয়ার করে পোষ্টের মন্তব্যের ঘরে খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ছবি প্রদান করে মানহানিকর উক্তি করে। পরে ‘Md akash’ নামীয় আইডি থেকে আরেকটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “চাঁদাবাজির জন্য সিইউএফএল এমডির কাছে ধর্ণা দিছে, দক্ষিণ চট্টগ্রামে যুব সম্রাট শাহজাহান এবং আনোয়ারা থানার যুগ্ম আহ্বায়ক হাসান চেয়ারম্যান (দরবেশ হাসান)।” এতে বাদী ও অন্যান্য ভিকটিমদের রাজনৈতিক সামাজিক ও দলের সুনাম ক্ষুণ্ন হয়েছ বলেও এজাহারে উল্লেখ করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী অ্যাডভোকেট অহিদুল ইসলাম চৌধুরী ‘।
তিনি বলেন, ‘দুটি ফেসবুক আইডি থেকে বাদী এবং আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ চৌধুরী, উপজেলা বিএনপির চেয়ারম্যান হাসান চৌধুরী ও সদস্য আবদুল গফুরের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। এতে বাদী এবং অন্যান্য ভিকটিম ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের দলেরও সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই সাইবার নিরাপত্তা আইনে মানহানির অভিযোগ এনে একটি মামলা করেছেন বাদী। আদালত পিবিআইকে তদন্ত করে পরবর্তী তারিখে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।’