ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে সেচ্ছাশ্রমে খাল পরিষ্কার করেছে স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।
ডেঙ্গুর প্রকোপ ও মশার উপদ্রপ থেকে বাঁচতে গাউছিয়া কমিটি বাংলাদেশ, আল মানাহিল ফাউন্ডেশন ও বিডি ক্লিন ফটিকছড়ি ব্যতিধর্মী এ কর্মসুচীর আয়োজন করে।
মঙ্গলবার( ৮ অক্টোবর) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের আওতাধীন বাজার অংশে স্থানীয় মরা খালের ময়লা -আবর্জনা অপসারন কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
দূর্গন্ধযুক্ত ময়লা পানিতে নেমে খাল পরিষ্কার কাজে সরাসরি অংশগ্রহন করে সংগঠনগুলোর শতশত নেতাকর্মী ও সাধারণ মানুষ।
এ সময় খালটির নাজিরহাট বাজার সংলগ্ন এলাকাজুড়ে জমা থাকা দীর্ঘ দিনের আবর্জনা পরিষ্কার করে পানি চলাচল স্বাভাবিক করা হয়।অন্যদিকে, খালটির পরিষ্কার কার্যক্রম দেখতে দুই পাড়ে উৎসুক জনতা ভীড় জমায়।
জানতে চাইলে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনগুলোকে সাধুবাদ জানিয়ে সহকারী কমিশনা(ভুমি) মো. মেজবাহ উদ্দিন বলেন খালটির পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে।পর্যায়ক্রমে খালের বাকি অংশ সাফ করার উদ্যোগ নেয়া হবে।