ফটিকছড়িতে ঢাকাইয়া ফুড নামে একটি ফাস্ট ফুডের দোকানে অসামাজিক কার্যকলাপ চলায় প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দিয়েছে প্রশাসন।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা সদরস্থ ডাক বাংলোর বিপরীতে অবস্থিত দোকানটিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
অভিযান সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডাক বাংলো মোড়ে অবস্থিতা ফাস্ট ফুডের দোকানটির অভ্যন্তরে ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। নিশ্চিত হয়ে সোমবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন দীর্ঘদিন ধরে স্থানীয়রা দোকানটির অভ্যন্তরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ করে আসছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করি।
তবে, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নারী-পুরুষ উভয়ে পালিয়ে গেলেও দুই কর্মকর্তাকে আটক করে মুচলেকা নেয়ার পাশাপাশি দোকানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।