চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় জিলানী পলি ইন্ডাস্ট্রিজ নামক একটি পলিথিন ব্যাগ উৎপাদন কারখানায় অভিযান চালানো হয়েছে।
এ সময় ২ হাজার ১১০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। যার বাজারমূল্য ৪ লাখ টাকা।
আজ (২ অক্টোবর) বুধবার রাজাখালীস্থ কাজীপাড়া এলাকায় বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত আবু তাহেরের ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার কণা।
জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম মেট্রো শাখার তথ্য এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের অভিযোগের ভিক্তিতে পলিথিন ব্যাগ উৎপাদন কারখানায় অভিযান চালানো হয়। এসময় কারখানা থেকে ১০০ মাইক্রনের কম পুরুত্বের পলিথিন উৎপাদনের জন্য পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক), ১৫(১) ও ৪(ক,খ) ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
উল্লেখ্য, নতুন ব্যবসায়ী বিবেচনায় উক্ত প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং পরবর্তীতে যেকোনো অসঙ্গতি পাওয়া গেলে প্রতিষ্ঠান সিলগালা করা হবে বলে মোবাইল কোর্টের পক্ষ থেকে অবহিত করা হয়।