বেজে উঠলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ঢোল। পুণ্যলগ্ন মহালয়া আজ। নানা আয়োজনে পিতৃগৃহে আসার আমন্ত্রণ জানানো হলো দেবী দুর্গাকে। এ দিন থেকেই শুরু দেবীপক্ষের। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত।
এ বছর সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপের সম্ভাব্য সংখ্যা ৩২ হাজার ৬৬৬টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৭টি ও উত্তর সিটিতে ৮৮টি মণ্ডপ হবে। শ্লোক আর উলু ধ্বনিতে দেবি দূর্গাকে নিমন্ত্রণ। মন্ত্র পাঠ আর গানের সুর মুর্ছনায় ভক্তরা মেতে ওঠেন দেবির আগমনী বার্তায়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা তার সন্তান দের নিয়ে কৈলাশ থেকে মর্তে আসেন মহালয়ার পূণ্য লগ্নে। পিতৃ পক্ষের অবসান করে হয় মাতৃপক্ষের শুভ সুচনা।
মহালয়ের শুভলগ্নে বুধবার সারাদেশের মন্দিরগুলোতে এমন ধর্মীয় আয়োজন হিন্দু ধর্মাবলম্বীদের। নাচ গান আর গীতি নাট্যে তুলে ধরা হয় দেবি দুর্গার কাহিনী। শুভ মহালয়া উৎসবের প্রথম লগ্নে অনেকেই মেতে ওঠেন আনন্দে। প্রার্থনা করেন সারাবিশ্বের শান্তি কামনায়। পুজার নিরাপত্তায় সন্তুষ্ট আয়োজকরা। মহালয়ের এক সপ্তাহবাদে আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, ১২ অক্টোবর দশমী পূজায় দেবি বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের।