খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা।
নিহত শিক্ষকের নাম মো. সোহেল রানা।সে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কেলেজের বিল্ডিং ইনিস্টেক্টর শিক্ষক ছিলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। সদর উপজেলা থেকে চেঙ্গীস্কোর হয়ে শহরের শাপ্লা চত্ত্বর পানখাইয়াপাড়া রোড রণক্ষেত্রে পরিনত হয়েছে। শহর জুড়ে ১৪৪ ধারা জারি করেছে, জেলা প্রশাসক।
সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শিক্ষককে পিটিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।এমন পরিস্থিতিতে প্রশাসনের কেউই কথা বলতে রাজি হননি । শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে।