ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আনোয়ারা উপজেলায় মা ইলিশ সংরক্ষণ বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর ) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দোভাষীর ঘাটে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবস চন্দ্র চন্দ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দপ্তর এর সহকারী পরিচালক মো:ফারুক হোসেন সাগর।
এতে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রাশিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মো: সওকত হোসেন , মেরিন ফিসারিজ অফিসার প্রীতম চৌধুরী ও জনপ্রতিনিধিবৃন্দ ।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড প্রতিনিধিবৃন্দ ,গহিরা,রায়পুর এস,আই,ইনচার্জ, বারআঊলিয়া নৌপুলিশ ফাঁড়ি,মৎস্যজীবী নেতৃবৃন্দ, সভাপতি, মাছঘাট,আড়তদ্বার,মৎস্য ব্যবসায়ী,ট্রলার মালিক,বরফকল মালিক,মাঝি,এবং স্থানীয় মৎস্যজীবীগণ।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।