চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো.মহিউদ্দিন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি সবসময় সংখ্যালঘুদের নিরাপত্তায় সুদূর অতীত থেকে সচেষ্ট রয়েছে। বিএনপি তাদের (সংখ্যালঘু) নিজ নিজ ধর্ম পালনে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে। তেমনিভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজায় বিএনপির নেতাকর্মীরা দুর্গাপূজা ভক্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে পূজা মন্ডপের আশ-পাশ এলাকায় নিয়োজিত থাকবে। আর সাম্প্রদায়িক কোন অপশক্তি যদি হিন্দুদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব পালনে ন্যূনতম ব্যাঘাত সৃষ্টি করতে চাই তাহলে, বিএনপি তার দাঁতভাঙ্গা জবাব দিবে।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাতকানিয়া পৌরসভার এরাবিয়ান কনভেনশন হলে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাতকানিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সদস্য নওয়াব মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ । বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সদস্য জসিম উদ্দীন আবদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক এজিএস এডভোকেট এরশাদুর রহমান রিটু। এতে সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক রাজীব ধর, যুগ্ম আহবায়ক সৈকত পালিত রাসেল, সুজন দাশ নয়ন, সদস্য রুবেল দাশ, রুপক আচার্য্য, রাজীব পাল , বিএনপি নেতাদের মধ্যে মিজানুর রহমান, ছৈয়দ নুর সিকদার, মো. ইব্রাহিম মেম্বার, হাজী আহমদ কবির, মোহাম্মদ লোকমান, সেলিম উল্লাহ, আবদুল গনি, রফিকুল আলম, যুবনেতা হাসান আলী, জুনাইদুল হক চৌধুরী মাকসুদ, মোহাম্মদ আরিফ, মো. মোসলেম উদ্দিন, নুরুল আমিন, রেজাউল করিম রেজা, নিজাম উদ্দিন বাদশা, মোহাম্মদ আনোয়ার, আবুল কাশেম, নাজিম উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম ও মোহাম্মদ রিদুয়ান বক্তব্য দেন।