আনোয়ারা উপজেলায় ৩ প্রতারককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চন্দনাইশ উপজেলার দোহাজারী ডাকবাংলো গ্রামের মৃত আলি আহমদের ছেলে আনু মিয়া (৬০), বাঁশখালী চান্দপুর এলাকার আলি আহমদের ছেলে জাহাঙ্গীর (৪০) ও বাঁশখালী বানিগ্রাম এলাকার আহমদ হোসেনের ছেলে ড্রাইভার নুর নবী (২৬)।
প্রত্যক্ষদর্শী মনছুর মেম্বার বলেন, সিএনজি অটোরিকশায় মহিলার সাথে প্রতারণা করার সময় মহিলাটি চিৎকার শুরু করে। এমন সময় ১ জন পালিয়ে গেলেও সিএনজি অটোরিকশা চালকসহ ৩ জনকে আটক করে জনতা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।