“অন্তরে অন্তরে বহে তোমার প্রেমো ধারা” চট্টগ্রামের ঐতিহ্যবাহী আহ্বান শিল্পী গোষ্ঠীর এই সূর আনোয়ারা উপজেলার একেবারে পশ্চিম প্রান্তে বঙ্গোপসাগরের তীরে রায়পুরে সূরের মূর্চ্ছনা তুলে। নবী ও আল্লাহর একত্ববাদের মায়ায় ইসলামীক গানের জলসা বসে উপকূলীয় ইউনিয়নের রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে।
শিল্পীদের যৌথ পরিবেশনায় সুনশান নিরবতা ভরে যায় শত শত মানুষের উপস্থিতিতে স্কুল মাঠ। এর পর শুরু হয় এক নাটক। নাটকের শেষ পর্যায়ে কবি নজরুলের বিদ্রোহী কবিতায় চট্টগ্রামের সাড়াজাগানো অভিনেতা আবৃত্তিকার হাফিজুলের আবৃত্তিতে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ এর মত পুরো রায়পুর স্কুল মাঠ উত্তাল হয়ে ওঠে। এর পর হুব্বে রাসুল (সাঃ) কাওয়ালী টিমের সূরে আতিফ আসলামের গান কুন পায়া কুন। এসময় পুরো স্কুল মাঠ একই সূরে মেতে ওঠে। এভাবে চলে প্রায় তিন ঘন্টা ব্যাপী সাংস্কৃতিক জলসা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামিক সাংস্কৃতিক জলসা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী রায়পুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়েজিত রহমাতুল্লিল আলামীন কনফারেন্স উপলক্ষে এই জলসার আসর বসে।
এর আগে বিকেল ৩টা থেকে মহানবী (সঃ) জীবন দর্শন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সেক্রাটারি হাফেজ হারুন ইবনে গনির সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর সেক্রাটারি অধ্যাপক বদরুল হক। প্রধান আলোচক হিসেবে নবীর সীরাত নিয়ে আলোচনা করেন ইসলামী চিন্তাবিদ হাফেজ কারী মাওলানা ইবরাহিম খলিল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা জামায়াতের সাবেক আমীর মাস্টার মনসুর আলী, আনোয়ারা উপজেলা জামায়াতের সেক্রাটারি আবুল হাসান খোকা, শিক্ষাবিদ ইলিয়াস, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য আশরাফ উদ্দীন চৌধুরী, ছাত্রশিবির আনোয়ারা পশ্চিম শাখার সভাপতি সাইমুনসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর পর সন্ধ্যায় ৬টা থেকে এক ছাত্র জনতার বিজয় নিয়ে ছাত্রনেতারা বক্তব্য রাখেন। তিন পর্বের এই অনুষ্ঠান বিকেল ৩টা শুরু হয়ে সাংস্কৃতিক জলসার মাধ্যমে রাত ১০টায় পর্দায় নামে।