চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কে লরি ও সিএনজি সংঘর্ষে আবদুল মান্নান (৪৮) নামক এক সিএনজি চালক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পুলিশের তিন এসআই ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০মিনিটের দিকে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক আবদুল মান্নান (৪৮) পটিয়া আশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার আলীর বাড়ির মৃত আনু মিয়ার ছেলে।
আহতরা হলেন-পটিয়া থানায় কর্মরত এসআই নয়ন চাকমা, এসআই আবুল খায়ের ও এসআই জুয়েল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট এর দিকে তিন পুলিশ সদস্য চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত পুলিশের পদোন্নতি জনিত বিভাগীয় পরীক্ষা শেষে পটিয়ার উদ্দেশ্য যাচ্ছিলেন। পথিমধ্যে কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজ অতিক্রম করে পটিয়া শান্তিরহাট এলাকা যেতেই সিএনজি চালক মন্নান তাঁর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পেলেন। ফলে, আকস্মিক ভাবে সামনে দাঁড়ানো একটি লরি সাথে প্রচন্ড ভাবে ধাক্কা মারেন।
এতেই সিএনজি চালক ও তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের প্রথম পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত সিএনজি চালক মন্নান কে কর্ণফুলীর সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরী বিভাগে ডিউটিরত ডা. মোশাররফ হোসেন জানান, সিএনজি চালক কে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু ঘটে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, ‘তিন জন পুলিশ সদস্যকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে এসআই নয়নের অবস্থা আশঙ্কাজনক। তবে সিএনজি চালকের তথ্য এখনো আমার কাছে আসেনি।