পতেঙ্গার চরপাড়া থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দা-ছুরি-চাপাতিসহ কুখ্যাত রাশেদ গিয়াস গ্রুপের ছয় ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে বুধবার দিনগত রাত তিনটার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- তৌহিদুল ইসলাম আকাশ (২২), মো. মনিরউদ্দিন (২৩), মো. রুবেল (৩২), মো. ফারুক (২২), মো. সোহেল (২৫), মো. জাহিদ (২৫)।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত তিনটার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির উদ্দেশ্যে চরপাড়া ঘাট হতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত ডাকাতদের দেওয়া তথ্যে পতেঙ্গা চরপাড়া ঘাট এলাকার সমুদ্রের পাড়ে কংক্রিটের ব্লকের মধ্যে লুকায়িত অবস্থায় পলিথিনে মোড়ানে দুটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটককৃত ডাকাত সদস্যরা সক্রিয় রাশেদ গিয়াস গ্রুপের হয়ে দীর্ঘদীন ধরে নোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোটসমূহে ডাকাতির সাথে জড়িত ছিল।
আটককৃত ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।