রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে পরোয়ানাভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টা থানার এসআই দীপংকর কুমার শীল সঙ্গীয় ফোর্সসহ সিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ রিয়াদ হোসেন হৃদয়’কে কাপ্তাই কেপিএম এলাকা হতে গ্রেফতার করেন।
কাপ্তাই থানার ওসি আবুল কালাম বলেন, গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।